ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

করোনায় ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু, আক্রান্তের রেকর্ড ১৯৭৫

পবিত্র ঈদুল ফিতরের দিনেও দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২১ জন করোনাভাইরাসে মারা গেছেন বলে সোমবার জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া নতুন করে আরও ১৯৭৫ জনের শরীরে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) (বর্তমানে মহাপরিচালকের দায়িত্বে) ডা. নাসিমা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৫০১ জনে দাঁড়াল। এছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৫৮৫ জনে।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪৮টি ল্যাবে মোট ১১ হাজার ৫৪১টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৯ হাজারের অধিক নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৫৩ হাজার ৩৪টি।৪৮টি ল্যাবের মধ্যে নতুন সংযুক্ত ল্যাবটি হল ল্যাব-এইড হাসপাতালের ল্যাব।

স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩৩ জন করোনা থেকে সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ৬৭হাজার ৩৩৪ জন।

ads

Our Facebook Page